হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় করোনা উপসর্গে আরো দুই জনের মৃত্যু,

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরো দুই জনের মৃত্যু হয়েছে। সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, দেবহাটা উপজেলার নোয়াপাড়া গ্রামের মনিরুল ইসলাম (৫৭) ও সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের আজিজার রহমান (৯৫)।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে কয়েকদিন আগে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬১৪ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৭ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত জানান, করোনা সংক্রমণের হার কমাতে হলে অবশ্যই সকলকে মাস্ক পরতে হবে। তাহলে আমরা ঝুঁকিমুক্ত থাকতে পারবো।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন