হোম ফিচার সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে কলেজ ছাত্রের মৃত্যুর পর ৫ পরিবারের ১৮ জন লকডাউনে

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে কলেজ ছাত্রের মৃত্যুর পর ৫ পরিবারের ১৮ জন লকডাউনে

কর্তৃক
০ মন্তব্য 144 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলার নারায়নপুর গ্রামে স্বর্দিজ্বর ও শ্বাসকষ্টে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। করোনা সন্দেহে মারা যাওয়া কলেজ ছাত্রের বাড়িসহ ৫ পরিবারের ১৮ জনকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এর আগে স্বাস্থ্য কর্মীদের নির্দেশনা ও ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে জানায়া শেষে তার মরদেহ শুক্রবার দুপুরে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাশিষ চৌধুরী জানান, মরদেহ সমাহিত করার পরে মারা যাওয়া কলেজ ছাত্র হাসান আলীর বাড়িসহ ৫ বাড়িকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া তার দাফন-কাফনে অংশ নেয়া ব্যক্তি ও পরিবারের সদস্যসহ মোট ১৮ জনকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও নারায়নপুর গ্রামের বাহারুল ইসলামের ছেলে হাসান আলী সর্দি-জ্বর নিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে মারা যায়। সমাহিত করার আগে ঢাকার আইইডিসিআরে পাঠানোর জন্য তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন