হোম এক্সক্লুসিভ সাতক্ষীরায় এমপি রবি‘র পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সাতক্ষীরায় এমপি রবি‘র পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 645 ভিউজ

নিজস্ব  প্রতিনিধি :
করোনা ভাইরাস মোকাবেলায় সতর্ক থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যারা নিজ বাড়ীতে অবস্থান করেছেন সাতক্ষীরায় এসব হত দরিদ্র দিনমুজুর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি‘র পক্ষ থেকে সাতক্ষীরা প্রেসক্লাবে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম নূর ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমান দরিদ্র এসব মানুষের হাতে পরিবার প্রতি ১০ কেজি চাউল, ডাল ১ কেজি, আলু ২ কেজি, তেল ৫শ’ গ্রাম, লবণ ৫শ’ গ্রাম, পেয়াজ ৫শ’ গ্রাম, ২শ’৫০ গ্রাম রসুন ও সাবান সহ খাদ্য সামগ্রী তুলে দেন।

এসময় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ আবু সায়ীদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, আওয়ামীলীগ নেতা শেখ নুরুল হক, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন-উর রশিদ, দৈনিক কাফেলা পত্রিকার চীফ রিপোর্টার এম ঈদুজ্জামান ইদ্রিস, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদুসহ দলীয় ও সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন