হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় উপকূলীয় অঞ্চালে ঈদ যেন এক অজানা আতংক

সাতক্ষীরায় উপকূলীয় অঞ্চালে ঈদ যেন এক অজানা আতংক

কর্তৃক
০ মন্তব্য 128 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় ঘূর্নিঝড় আম্ফানে উপকূলীয় মানুষগুলোর ঈদ কাটবে নৌকায়। বসতবাড়ি পানিতে ভাঁসছে। এখনও মেরামত হয়নি ভেঁড়ীবাধ।জোয়ারে পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত। নিরপদ আশ্রয় খুঁজতে অজানায় ভাঁসছে তরী। আজ উপকূলীয় উপজেলা শ্যামনগরের গাবুরা দ্বীপের মানুষদের অসহায়ত্ব দেখে বুকের ভিতর সেই ভায়ল আম্ফানের গর্জন বইছে বলে জানান তরুণ ছাত্রনেতা জেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা। থালা- বাশন মাটির কলস নিয়ে মানুষ যে কত দূর্বীসহ জীবন যাপন করছে সে কেবলই উপকূলীয়বাসী জানে। সেনাবাহিনী, নৌবাহিনী সহ সরকারি বে-সরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করলেও এবারের ঈদ কাটবে তাঁদের যেন এক অজানা আতংকে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন