নিজস্ব প্রতিনিধি :
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহণ প্রকল্প উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা হয়েছে।
নাগরিক উদ্যোগের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা সমাজ সেবা অফিসার সহিদুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১০ টায় সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ-জোহরা। বিশেষ অতিথির বক্তব্য দেন মানবাধিকার কর্মী অ্যাড. দীলিপ কুমার দেব, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, কৃষি কর্মকর্তা তমেজ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যেতে হলে আগে তাদেরকেই এগিয়ে আসতে হবে। নিজেদের নির্ধারিত বাপ দাদার পেশার উপর নির্ভর না করে যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে ভিন্ন পেশার প্রতি আন্তরিক হয়ে নিজেদেরকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে সরকারি ও বেসরকারিভাবে সব ধরণের সহযোগিতা পাওয়া যাবে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নাগরিক উদ্যোগের জেলা ভলান্টিয়ার দুলাল দাস।
