নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার পাটকেলঘাটার ধনদিয়া ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে আসামি ধরতে গিয়ে র্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগে ওই ইউপি চেয়ারম্যানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার ঘটে যাওয়া এ ঘটনায় আজ রোববার র্যাবের পক্ষ থেকে ৩৪ জনকে আসামি করে পাটকেলঘাটা থানায় একটি মামলা করা হয়েছে।
আজ আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।
আটককৃতরা হলেন, তালা উপজেলার ধানদিয়া ইউপি চেয়ারম্যান ও পাঁচপাড়া গ্রামের মৃত সামাদ সরদারের ছেলে জাহাঙ্গীর আলম সরদার, তার ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমিনুল ইসলাম ওরফে সুমন সরদার, একই গ্রামের জামাল সরদারের ছেলে কবিরুল সরদার, মৃত আফতাব সরদারের ছেলে বহিস্কৃত পুলিশ সদস্য রফিকুল ইসলাম ওরফে শওকত সরদার,এরশাদ সরদারের ছেলে সোহাগ ও সোহান, কাশেম খাঁর ছেলে আফজাল খাঁ ও সেনেরগাতি গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে আজগার আলী।
র্যাব- ৬ খুলনার সাতক্ষীরা শাখার কর্মকর্তা মেজর গ্যালিব জানান, পাঁচপাড়া গ্রামের আলম সরদারের নামে বিভিন্ন মামলা ও অভিযোগ রয়েছে জানতে পেরে তাদের কয়েকজন সদস্য যাঁচাই করতে যান। এ সময় র্যাব সদস্যদের হালকা ও গুরুতর জখম, সরকারি কাজে বাধা দেওয়া ও তিন হাজার ৫১০ টাকা চুরির অভিযোগে ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ নয়জনকে আটক করা হয়।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, এ ঘটনায় সাতক্ষীরা র্যাব-৬ এর ডিএডি বাবুল মিয়া বাদী হয়ে রোববার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-৬। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।