নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় শুরু হয়েছে সাশ্রয় মূল্যে টিসিবির পণ্য বিক্রি। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আজ বুধবার থেকে শহরের ৫টি পয়েন্টে উক্ত টিসিবির পণ্য সাশ্রয় মূল্যে বিক্রয়ের কার্যক্রম শুরু করা হয়। রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য সহনশীল রাখতে বর্তমান সরকার শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জন্য সাশ্রয় মূল্যে এ পণ্য বিক্রি শুরু করেছে।
জানা যায়, সাতক্ষীরা শহরের পাঁচটি পয়েন্টে আজ থেকে প্রতিদিন মোট দুই হাজার প্যাকেজ (প্যাকেট) পণ্য বিক্রি করা শুরু হয়েছে। যা চলবে আগামী ২৪ মার্চ পর্যন্ত। প্রতিটি প্যাকেজে থাকবে ২ লিটার সোয়াবিন তেল, দু কেজি মুসুরির ডাল, ১ কেজি চিনি ও এক কেজি ছোলা। যার মূল্য নির্ধারন করা হয়েছে সাড়ে চার’শ টাকা। শহরের ভিন্ন ভিন্ন ৫ টি পয়েন্টে প্রতিদিন এ মালামাল বিক্রি করা হবে বলে জানা গেছে।
পণ্য নিতে আসার রাশেদ নামের এক ব্যক্তি বলেন, বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে এটি একটি মহতী উদ্যোগ। এই পণ্যে দিয়ে আমার ও আমার পরিবারের অনেক উপকার হবে। এ পণ্য পেয়ে আমি অনেক খুশি।
অপর একজন ক্রেতা জোহরা বেগম জানান, আমি এই পণ্য ক্রয় করে একটু স্বাচ্ছন্দ বোধ করছি। রোজার মাসে আর বাজার থেকে অতিরিক্ত দাম দিয়ে তেলসহ নিত্য পণ্য কেনা লাগবে না ।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট (এনডিসি) প্রনয় বিশ্বাস জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্য রমজান উপলক্ষে জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে সাশ্রয় মূল্যে প্রতিদিন শহরের পাঁচটি পয়েন্টে দুই হাজার প্যাকেট টিসিবির পণ্য বিক্রি শুরু করা হয়েছে। তিনি আরো বলেন, কোন রকম অনিয়ম হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।