নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামীলীগের ২২তম ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ম বার সভাপতি ও ওবাইদুল কাদের তৃতীয় বার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখা।
রোববার শহরের বাস টারমিনাল থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে হাসপাতাল মোড়ে সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ ।