চন্দন চৌধুরী, বিশেষ প্রতিনিধি : বিএনপি ও জামায়াতের ডাকা দুদিন ব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে সাতক্ষীরায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করেছে। কোথাও কোন পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। অফিস আদালত ও স্কুলকলেজে স্বাভাবিক কার্যক্রম চালু রয়েছে। এছাড়া স্বতঃস্ফূর্তভাবে যানবাহন চলাচল করছে।
এদিকে বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে শান্তিমিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ ও ছাত্রলীগ।
সকালে শহরের খুলনা মোড়ে ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও ছাত্রলীগ শান্তিমিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এর আগে তারা এক সমাবেশে মিলিত হয়। এতে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর বসু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সুমন হোসেন প্রমুখ।
শান্তি মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও জামায়াতের সহিংসতা, ও অরাজকতা দেশের মানুষ দেখেছে। তারা পুলিশ হত্যা করেছে। বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন দিয়েছে, ঘুমন্ত গাড়ির চালককে পুড়িয়ে মেরেছে। এরপরও তারা ক্ষান্ত না হয়ে হরতাল ও অবরোধের ঘোষনা দিয়েই চলেছে। দেশের মানুষ ও আওয়ামী লীগ সরকার তাদের এই অপকর্মের বিরুদ্ধে দাড়িয়ে কঠোর হস্তে তা দমন করবেন।
অন্যদিকে শহরের সঙ্গীতা মোড় এলাকায় অবরোধ বিরোধী শান্তি মিছিল ও সমাবেশ করেছে পৌর আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জোসনা আরা প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট