অনলাইন ডেস্ক:
সাতক্ষীরা সদরে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জামতলা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার।
গ্রেফতাররা হলেন- সদরের বালিয়াডাঙ্গা গ্রামের আজিজুল জোয়াদ্দারের ছেলে মিজানুর রহমান মিজান, পাটকেলঘাটা গ্রামের জয়নাল মোড়লের ছেলে শরিফুল ইসলাম ও কুমিরা দক্ষিণাপাড়া গ্রামের মনিরুল ইসলামের পুত্র শামীম হোসেন শাহীন।
পুলিশ জানায়, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির চেষ্টাকালে জামতলা মোড় এলাকা থেকে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি লোহার রামদা, একটি লোহার শাবল, একটি লোহার পাইপ, একটি তালাকাটা কাটার, একটি চাপাতি, একটি রামদা জব্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম এ তথ্য জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করে আটক তিন জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।