স্টাফ রিপোর্টার:
সড়কে শৃঙ্খলা ফেরাতে যত্রতত্র অবৈধ পার্কিং বন্ধসহ রেজিট্রেশনবিহীন যানবাহন আটকের জন্য সাতক্ষীরায় চলছে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান। সোমবার দুপুরে শহরের হাটের মোড় এলাকায় প্রায় দুঘন্টা ব্যাপি এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বে দেন, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শাহাবুদ্ধিন, আনন্দ চন্দ্র গাইন, সার্জেন্ট এস এম নাজমুল শিকদার, অনিমেশ বিশ্বাস প্রমুখ।
এক সাক্ষাৎকারে জেলা ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্তকর্মকর্তা (টি আই) শাহাবুদ্ধিন জানান, শহরে যানযট নিরসন যত্রতত্র অবৈধ পাকিং এর বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান চলমান রয়েছে। সকাল থেকে ১২টা রেজিট্রেশন বিহীন মোটর সাইকেল, ৫ টি ইজিবাইক ১টি মহেন্দ্রা আটক করা হয়েছে। এছাড়া রেজিট্রেশন, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স বিহীন সড়কে চলাচলের অপরাধে ১১টা মামলা দেওয়া হয়েছে। সড়কের শৃঙ্খল ফিরাতে ট্রাফিকের নিয়মিত অভিযান অবহ্যাত থাকবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।