হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার ৪ সংসদীয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষ : বৈধ ১৯, বাতিল ১০

সাতক্ষীরার ৪ সংসদীয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষ : বৈধ ১৯, বাতিল ১০

কর্তৃক Editor
০ মন্তব্য 40 ভিউজ

স্টাফ রিপোর্টার:

আসন্ন এয়োদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। শনিবার(৩ জানুয়ারি) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলা প্রশাসন ও জেলা রিটানিং কর্মকর্তা আফরোজা আখতার মনোয়ন যাচাই বাছাই শেষে ২৯ জনের মধ্যে ১৯  জনের বৈধ্য ও ১০ জনের মনোনায়ন বাতিল করা হয় এর মধ্যে সাতক্ষীরা -১ ( তালা-কলারোয়া) আসনের ৬ জনের  ৫ জনের বৈধ ।
সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে ৮ জনের মধ্যে ৭ জনের  বৈধ। সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ৮ জনের মধ্যে ৪ জনের বৈধ এবং সাতক্ষীরা-(শ্যামনগর) ৪ আসনে ৭ জনের মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সর্বমোট ১০ টি মনোনয়ন বাতিল ঘোষণা করা হয় ।

সাতক্ষীরা- ১ আসনে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন ৬ জন তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মো. হাবিবুল ইসলাম হাবিব, জামায়াতে ইসলামীর মো.  ইজ্জত উল্লাহ,বাংলাদেশ কংগ্রেস মো. ইয়ারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পাটির জিয়াউর রহমান  ,ইসলামী আন্দোলনের শেখ মো. রেজাউল করিম ও স্বতন্ত্র এসএম মুজিবুর রহমান। এর মধ্যে এস এস মুজিবর রহমানের মনোয়ন পত্রটি বাতিল করা হয় ।

সাতক্ষীরা-২ আসনে মনোনয়পত্র দাখিল করেছিলে,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আব্দুল খালেক, জাতীয়তাবাদী দল বি এনপির  মো. আব্দুর রউফ জাতীয় পাটির মো. আশরাফুজ্জামান ,আমার বাংলাদেশ পাটির (এবি পাটি),জি.এম. সালাউদ্দীন, বাংলাদেশ জাসদের  মো. ইদ্রিশ আলী, জাতীয় পাটির শেখ মাতলুব হোসেন লিয়ন, ইসলামী আন্দোলন বাংলাদেশের  মুফতি রবিউল ইসলাম এবং লিবারেল ডেমোক্রেটিক পাটি-এলডিপির শফিকুল ইসলাম সাহেদ । এর মধ্যে বাতিল পাটির জাতীয় পাটির রুহুল আমিন গ্রুপের প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়ন।

সাতক্ষীরা-৩ আসনে  মনোনয়নপত্র দাখিল করেছিলেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাফেজ মুহাঃ রবিউল বাসার, জাতীয় পাটির মো. আলিফ হোসেন  ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  কাজী আলাউদ্দীন ,স্বতন্ত্র হিসাবে  এম. এ আসফউদ্দৌলা খান, মো. শহিদুল আলম, আসলাম আল মেহেদী , বাংলাদেশ মাইনরটি জনতা পাটির (বিএমজেপির) রুবেল হোসেন  এবং  ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়েজ কুরুনী । এর মধ্যে বাতিল হয়েছে মো. শহিদুল আলম, ওয়েজ কুরুনী ,আসলাম আল মেহেদী ও এম. এ আসফউদ্দৌলা খানের মনোয়ন বাতিল করা হয় ।

সাতক্ষীরা-৪ আসনে  মনোনয়নপত্র দাখিল করেছিলেন,জামায়ত ইসলামীর জি এম নজরুল ইসলাম, জাতীয় পাটির মো. আব্দুর রশিদ, বিএনপির মো. মনিরুজ্জামান , জাতীয় পাটির হোসাইন মুহাম্মদ মায়াজ , গণঅধিকার পরিষদের এইচ এম গোলাম রোজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের এসএম মোস্তফা আল মামুন এবং স্বতন্ত্র মো. আব্দূর ওয়াহেদ । এর মধ্যে মো. আব্দুর রশিদ,  হোসাইন মুহাম্মদ মায়াজ, এইচ,এম গোলাম রেজার আব্দুল ওয়াহেদের মনোনয়ন বাতিল করা হয় ।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা আফরোজা আখতার জানান, সাতক্ষীরার চারটি আসনে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন । এর মধ্যে ১৯ জনের মনোনায়ন বৈধ ও ১০ জনের বাতিল করা হয়েছে । যাদের মনোনায়ন বাতিল করা হয়েছে  তারা আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পযান্ত আপিল করতে পারবে।

তিনি আরো বলেন, নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা প্রস্তুত রয়েছে । এছাড়া প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করার কাজ চলছে ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন