হোম এক্সক্লুসিভ সাতক্ষীরার ৪ টি আসনে আ.লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা

সাতক্ষীরার ৪ টি আসনে আ.লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা

কর্তৃক Editor
০ মন্তব্য 171 ভিউজ

রাজনীতি ডেস্ক:

অবশেষে জনপ্রিয়তা যাচাই, সাংগঠনিক দক্ষতা ও কিছুটা হলেও ক্লিন ইমেজ বিবেচনা করে সাতক্ষীরার ৪টি আসনেই নবীন ও প্রবীণদের সমন্বয়ে আ.লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। বিভিন্ন অভিযোগে দলীয় মনোনয়ন থেকে ছিটকে পড়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার। দলের অভ্যন্তরেই দলীয় মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্যের বিরুদ্ধে রয়েছে পাহাড়সম অভিযোগ।

অপরদিকে, ৮০-৯০ দশকের তিন ছাত্রনেতা আসন্ন দ্বাদশ সংদস নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। আজ বিকালে গণভবন থেকে আ.লীগের সাধারন সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের মনোনীত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন। এর মধ্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা-২ (সদর) সংসদীয় আসনে আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা-কালিগঞ্জ আংশিক) সংসদীয় আসনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অ ফ ম রুহুল হক ও সাতক্ষীরা-৪ সংসদীয় আসনে (শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক) আতাউল হক দোলন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।

তবে, জোটবদ্ধ নির্বাচন হলে আ.লীগের দলীয় প্রার্থী রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন