হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার সেঞ্চুরি একাডেমির  বিনামূল্যে শাক সবজি বিতরণ

সাতক্ষীরার সেঞ্চুরি একাডেমির  বিনামূল্যে শাক সবজি বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 88 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় ২০০০ সালের ভয়াবহ বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচি অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ সালের মহামারী করোনার সময় অসহায় গরীব খেটে খাওয়া ঘরবন্দি মানুষের পাশে সমন্বিত উদ্যেগে সাতক্ষীরার সেঞ্চুরি একাডেমীর “বিনা মূল্য শাক সবজি বিতরণ” এর কার্যক্রম গত ৭ এপ্রিল থেকে শুরু করে নিয়মিত সাতক্ষীরা পৌরসভার ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিয়নে বিতরণ অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিতায় ৬১তম দিনে সীমিত আকারে বুধবার সকাল থেকে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে অসহায়, গরীব, দিনমজুর সহ সাধারণ মধ্যবিত্ত ৪৭০ টি পরিবারের মাঝে বিভিন্ন আইটেমের তাজা শাক-সবজি বিনামূল্যে বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে, সুশৃঙ্খলভাবে প্রতিদিনের ন্যায় বুধবার সরাসরি কৃষকের কাছ থেকে শাক-সবজি কিনে তা সরাসরি অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। এর ফলে কৃষক ও শাক-সবজির ন্যায্য মূল্য পাচ্ছে। বুধবার উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা।
কার্যক্রমটি বাস্তবায়ন এর ক্ষেএে নিরালস কাজ করে যাচ্ছে সেঞ্চুরি একাডেমীর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এজাজ আহমেদ স্বপন, শেখ ইসতিয়াক আহমেদ, সালাহউদ্দীন রানা, রুহুল কুদ্দুস, শাহিন, মহাদেব, সিরাজুল ইসলাম প্রমুখ।
বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে শাক-সবজি বিতরণ করা হবে ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন