হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতির হাড়দ্দাহ এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ-ভারত সীমান্ত নদী ইছামতির সাতক্ষীরার হাড়দ্দাহ এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে সদর উপজেলার ইছামতি নদীর চরের হাড়দ্দাহ বিশ্বের মোড় এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার অনুমানিক বয়স ২৬/২৭ বছর বলে জানান পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, মৃতের গলায় একটি রুমাল পেঁচানো ছিল। তার ডান হাতে একটি বালা ও বাম হাতে একটি ঘড়ি রয়েছে। গায়ে সাদা রঙ এর গেঞ্জি ও জিনস এর প্যান্ট পরা ছিল।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ওই যুবকের মরদেহ সীমান্ত নদী ইছামতির ভারতের ওপার থেকে ভাসতে ভাসতে সাতক্ষীরার হাড়দ্দাহ এলাকায় এসেছে। তবে তার নাম পরিচয় ও কি কারনে তার মৃত্যু হয়েছে সেটি এখনও তিনি জানতে পারেননি বলে জানান। তিনি আরো জানান, তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন