নিজস্ব প্রতিনিধি:
বিভাগীয় ও জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত সাতক্ষীরার সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টির শিক্ষার্থীদের আয়োজনে রবিবার সকালে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাসুদুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অতিশ কুমার সরকার, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা রোকনুজ্জামান, ইন্সট্র্যক্টর বৈদ্যনাথ সরকার, প্রভাষক শুভ্র আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ ডাঃ আবুল কালাম বাবলা প্রমুখ। শুরুতেই উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যনার্জি।
প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের উপস্থাপনায় এধরনের অনুষ্ঠানে হাজির হতে পেরে খুবই ভালো লাগছে। শিশুদের মধ্যে লুকায়িত প্রতিভা বিকাশে এধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। তিনি এসময় বিদ্যালয় কর্তৃপক্ষকে এ ধরনের আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে শিক্ষার্থীদের মিষ্ঠি কণ্ঠে পরিবেশিত গান ও কবিতা আবৃত্তিতে মুগ্ধ হন অতিথিরা।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আবরার আহমেদ আরাফ এবং ৫ম শ্রেণির শিক্ষার্থী তাছনুভা।পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভাগীয় ও জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন অতিথিবৃন্দ।