নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী কোষ্টগার্ড সদস্যরা সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। রবিবার ভোরে শ্যামনগর উপজেলার ভারত সীমন্তবর্তী কৈখালী ইউনিয়নের পাঁচ নদের মোহনা সংলগ্ন টেকেরমাথা এলাকায় অভিযান চালিয়ে উক্ত মদ জব্দ করেন। তবে, এ সময় কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মাদক চোরাকারবারী দল পালিয়ে যেতে সক্ষম হন।
কোষ্টগার্ড সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার ভারত সীমন্তবর্তী কৈখালী ইউনিয়নের পাঁচ নদের মোহনা সংলগ্ন টেকেরমাথা এলাকা দিয়ে কয়েকজন মাদক চোরাকারবারি ভারত থেকে অবৈধ পথে মাদকের একটি চালান নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী কোষ্টগার্ড কমান্ডার লেঃ মোঃ মুনতাসির ইবনে মহসীন এর নেতৃত্বে কোষ্টগার্ড সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে তারা ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করেন। তবে, কোষ্টগার্ডের উপস্থিতি পের পেয়ে সংঘবদ্ধ মাদক চোরাকারবারী দল উক্ত মদের বোতল গুলো ফেলে পালিয়ে যেতে সক্ষম হন।
কৈখালী কোষ্টগার্ড কমান্ডার লেঃ মোঃ মুনতাসির ইবনে মহসীন জানান, জব্দকৃত ৩৬ বোতল ভারতীয় মদ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় জমা দেয়া হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।