হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া একটি অস্ত্র উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া একটি অস্ত্র উদ্ধার

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া একটি বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের কাঁচটাহাড়ি এলাকার একটি সমাধিস্থলের পাশে ঝোঁপের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনের ব্যাগে মোড়ানো নাইন এমএম ক্যাটাগরির উক্ত পিস্তলটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গত ৫ আগষ্ট শ্যামনগর থানায় দুস্কৃতিকারীরা অগ্নিসংযোগের পর লুটপাট চালায়। এসময় লুটপাটকৃত মালামালের সাথে বেশকিছু সরকারি ও ব্যক্তি মালিকানাধীন আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায় দূষ্কৃতকারীরা। এরআগেও পুলিশ একটি নাইন এমএম পিস্তসহ জব্দ তালিকায় থাকা একটি নাইনশুটার গান ও ৬০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, শ্যামনগর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার উপজেলা সদরের কাঁচটাহাড়ি এলাকার একটি সমাধিস্থলের পাশে ঝোঁপের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনের ব্যাগে মোড়ানো নাইন এমএম ক্যাটাগরির উক্ত পিস্তলটি উদ্ধার করা হয়। যা ব্রাজিলের তৈরী তারাস ব্রান্ডের।

তিনি আরো জানান, থানা থেকে লুট হওয়া আরো সাতটি সরকারি আগ্নেয়াস্ত্রসহ বেশকিছু ব্যক্তি মালিকানাধীন (থানায় জমাকৃত) অস্ত্র নিখোঁজ রয়েছে। তিনি এসময় লুন্ঠিত এসব অস্ত্রের বিষয়ে উপযুক্ত তথ্য প্রদানকারী কিংবা জমাদানকারীকে পুরস্কৃত করারও ঘোষণা দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন