হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার শ্যামনগরে ৫ম শ্রেনীর স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা সুমিতা দত্তসহ আটক ২

নিজন্ব প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগরে ম্যাংগো জুস পান করার কিছুক্ষণের মধ্যে রোহিত দত্ত (১২) নামের এক পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির মা সুমিতা দত্ত ও প্রতিবেশী বাপ্পী দত্ত নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। শুক্রবার দুপুরে শ্যামনগর উপজেলার হরিতলা গ্রামে এ ঘটনা ঘটে।

রোহিত দত্ত শ্যামনগর উপজেলার হরিতলা গ্রামের গোপাল দত্তের ছেলে ও নকিপুর ৭৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র। শিশুটির প্রতিবেশী বিশ্বনাথ নন্দী জানান, গত চার বছর আগে রোহিতের বাবা গোপাল দত্ত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। শুক্রবার দুপুরে রোহিতের মৃত্যুর খবর পেয়ে পুলিশ সেখানে যাওয়ার পর ওই বাড়ি থেকে একটি ইঁদুর মারা বিষের পাতা উদ্ধার করে।

শিশুটির মা সুমিতা দত্ত জানান, সকাল সাড়ে ৯টায় রোহিত তার স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন পালন অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। দুপুর ১২টার দিকে স্কুল থেকে ফেরার পথে দোকান থেকে একটি ম্যাংগো জুস খেয়ে তারপর বাড়িতে আসে। এরপর তার শরীর খারাপ লাগছে বললে তাকে একটি স্যালাইন খেতে দেয়া হয়। এরপর সে পেটে ব্যথা করছে বলে ছটফট করতে করতে মারা যায়। এ সময় তার মুখ দিয়ে ফেনা উঠছিল। তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারজানা হক দুপুর দেড়টার দিকে তাকে মৃত বলে ঘোষনা করেন।

তবে মৃত রাহিত দত্তের কাকাতো ভাই প্রিতম দত্ত জানান, তারা দুজনে একই বিদ্যালয়ে একই শ্রেণীতে পড়ে। শুক্রবার রোহিত স্কুলে যায়নি। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফারজানা হক জানান, বিষক্রিয়ার ফলে রোহিতের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় শিশুটির মা ও স্থানীয় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মৃত শিশুটির বাসা থেকে একটি বিষের ছেড়া প্যাকেট উদ্ধার করা হয়েছে। মরদেহাট উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ময়না তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন