নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর থেকে পায়ের রগ কাটা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি সবজি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম ইকবাল হোসেন (৪০)। তিনি ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, ওই যুবকের বাম পায়ের রগ কাটা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ইকবাল হোসেন মাদক সেবন করতেন। ময়নাতদন্তের পরে এ সর্ম্পকে বিস্তারিত জানা যাবে।
এদিকে, স্থানীয়রা জানিয়েছেন, আকরাম হাজীর সবজি ক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে জিআই তারের বৈদ্যুতিক ফাঁদ পাতা ছিল। রাতের কোন এক সময় মাদক সেবন করতে নির্জন ওই সবজি ক্ষেতে গেলে ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে।
তবে, তার পায়ের রগ কাটা থাকায় বিষয়টি রহস্যজনক বলেও দাবি করছেন তারা।