হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গাবুরা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু হলো, গাবুরা গ্রামের মনিরুল গাজীর ছেলে জিম (৫) এবং একই গ্রামের শরিফুল গাজীর ছেলে মিম (৭)। তারা উভয়ে সম্পর্কে চাচাতো ভাই।

 

পরিবারের বরাত দিয়ে দুই শিশুর মামাতো ভাই আলম হোসেন জানান, প্রচন্ড গরমে সকালে দুই ভাই বাড়ির পাশে পুকুরে গোসল করার সময় সবার অজান্তে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানির নিচ থেকে তাদের গুরত্বর অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ হাইকুল ইসলাম তাদের মৃত ঘোষনা করেন।

এদিকে, একই সাথে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায় নেমে এসেছে। গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন