নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রæয়ারি) রাতে শ্যামনগরের বাদাঘাটা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লুৎফর রহমান শ্যামনগরের ১৬ নং কল্যানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত। মামলার বিবরনে জানা গেছে, ভ‚ক্তভোগী ওই ছাত্রী সম্প্রতি কল্যানপুর প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনী পাশ করে ৬ষ্ঠ শ্রেনীতে শ্যামনগর বালিকা বিদ্যালয়ে ভর্তি হয়ে লেখাপড়া করছে।
লুৎফর রহমান ওই ছাত্রী ও তার ৩য় শ্রেনী পড়–য়া ভাইকে বাড়িতে এসে প্রাইভেট পড়াতেন। কিছুদিন আগে তিনি ওই ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় ধর্ষনের চেষ্টা করলে তার চিৎকারে পরিবারে লোকজনসহ প্রতিবেশীরা ছুটে আসেন। এসময় ওই শিক্ষক তড়িঘড়ি করে দৌড়ে পালিয়ে যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার এস.আই শাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-১৪)। এই মামলায় অভিযুক্ত শিক্ষককে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে সাতক্ষীরার আদালতে প্রেরন করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভ‚ক্তভোগী ওই ছাত্রীর পিতা জানান, বিষয়টি জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকারকে জানিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরো জানান, ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল ইসলাম বাদল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।