হোম এক্সক্লুসিভ সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে এ পর্যন্ত মোট ১০ টি ট্রাকে ১’শ মেট্রিক টন কাঁচা মরিচ দেশে প্রবেশ করলো, প্রবেশের অপেক্ষায় রয়েছে আরও কয়েকটি ট্রাক

নিজস্ব প্রতিনিধি:

গতকাল রবিবার (২জুলাই) থেকে আজ সোমবার (৩জুলাই) দুপুর পর্যন্ত ভারত থেকে সাতক্ষীরার ভোমরাস্থল বন্দর দিয়ে মোট ১’শ মেট্রিক টন কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে। এর ফলে সাতক্ষীরার বাজারগুলোতে কাঁচা মরিচের দাম ইতিমধ্যে কমতে শুরু করেছে। আজ সকালে সাতক্ষীরা বড় বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে কেজি প্রতি ১৮০ থেকে ২০০ টাকা দরে।

ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী আমির হামজা জানান, প্রতি টন কাঁচা মরিচের এলসি মুল্য সাড়ে ৪’শ মার্কিন ডলার। সেই হিসেবে প্রতি কেজি কাঁচা মরিচের দাম পড়ে প্রায় ৫০ টাকা। দেশে এ ঝাল ৬০ থেকে ৭০ টাকায় বেচা সম্ভব।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, প্রতিদিন যদি ভোমরা স্থলবন্দরসহ অন্যান্য বন্দর দিয়ে ৩০ থেকে ৪০ ট্রাক করে কাঁচা মরিচ বাংলাদেশে ঢোকে তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে দেশে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে চলে আসবে।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.এস.এম মাকছুদ খান জানান, গতকাল ভারত থেকে ৭টি ট্রাকে ৭০ মেট্রিক টন ও আজ দুপুর পর্যন্ত আরো ৩টি ট্রাকে ৩০ মেট্রিক টনসহ মোট ১’শ মেট্রিক টন কাঁচা মরিচ ভোমরা স্থলাবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে।

তিনি আরো জানান, এখনও পর্যন্ত ৩ থেকে ৫ ট্রাক কাঁচা মরিচ ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা ইফতেখার উদ্দীন জানান, সকাল থেকে তিনটি কাঁচা মরিচের ট্রাক দেশে প্রবেশ করেছে। বিকালে আরো কিছু কাঁচা মরিচের ট্রাত দেশে প্রবেশ করতে পারে।

সাতক্ষীরা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারসহ বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম ইতিমধ্যে কমতে শুরু করেছে। আজ বাজারে কাঁচা মরিচ কেজি প্রতি ১৮০ থেকে ২’শ টাকা বিক্রি হচ্ছে। আগামীকাল থেকে বাজার মনিটরিং শুরু হবে এবং কাঁচা মরিচের দাম স্বাভাবিক হয়ে যাবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন