হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে এক নারীসহ দুই পাচারকারি আটক

সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে এক নারীসহ দুই পাচারকারি আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 33 ভিউজ
নিজস্ব প্রতিনিধি:
ভারত থেকে অবৈধভাবে ফিরে আসার সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে এক নারীসহ দুই মানব পাচারকারিকে আটক করেছে বিজিবি। বুধবার (১ জানুয়ারি) সকালে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার সময় ভোমরার লক্ষীদাড়ী সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলা সদরের বন্দর এলাকার মৃত আব্দুল মান্নানের কন্যা মোছা.সানজিদা খাতুন (১৯), সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ী গ্রামের তারোক মন্ডলে ছেলে পাচারকারী অমল মন্ডল (৩২), একই গ্রামের রুহুল আমিনের ছেলে নূর ইসলাম (৩০)।
বিজিবি অধিনায়ক প্রেস বিজ্ঞপ্তিতে  জানান, ভোমরা সীমান্তের লক্ষীদাড়ি এলাকা দিয়ে কয়েকজন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সানজিদাসহ উক্ত দুই পাচারকারীকে আটক করা হয়।
বিজিবি অধিনায়ক আটককৃত সানজিদার উদ্ধৃতি দিয়ে আরো জানান, দুই মাস পূর্বে যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে তিনি ভারতে গমন করেন। আটকের সময় তার কাছে থাকা ২টি ভারতীয় পোকো মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার মূল্য ৩৫ হাজার টাকা। আটক সানজিদাসহ দুই পাচারকারীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন