হোম Uncategorizedবাংলাদেশ সাতক্ষীরার বিনেরপোতায় ডোবা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

চন্দন চৌধুরী, বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরায় ডোবা থেকে অজ্ঞাত মহিলার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার(২৪ অক্টোবর) বিকাল চারটায় সাতক্ষীরা সদরের বিনেরপোতায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সদর থানা পুলিশ ও পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে ।
স্থানীয়রা জানায়, মৃত ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলো। প্রায়ই সে বিনেরপোতা বিসিক শিল্পনগরীর পাশে ওই এলাকায় ঘোরাফেরা করতো। দুপুরের পরে পার্শ্ববর্তী একটি পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়। উদ্ধারের পর দেখা যায় তা অর্ধগলিত। ধারনা করা হচ্ছে কোন এক সময় পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা সদর সার্কেলের পুলিশ সুপার মীর আসাদুজ্জামান ও সদর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের আসল পরিচয় জানার চেষ্টা চলছে। এজন্য পুলিশ ও পিবিআই(পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) মরদেহটির ফিঙ্গারপ্রিন্ট ও আলামত সংগ্রহ করেছে। এটি হত্যা নাকি অন্যকিছু তা ময়নাতদন্তের পর জানা যাবে। ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন