হোম এক্সক্লুসিভ সাতক্ষীরার প্রথম করোনা জয়ী সুমনকে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরার প্রথম করোনা জয়ী সুমনকে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা

কর্তৃক
০ মন্তব্য 95 ভিউজ

ফেরদৌস আহমেদ :

অবশেষে প্রায় দুই সপ্তাহ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়েছেন সাতক্ষীরার প্রথম করোনা জয়ী স্বাস্থ্যকর্মী মাহমুদুর রহমান সুমন। যশোরের শার্শা উপজেলায় স্বাস্থ্য বিভাগের ইপিআই টেকনিশিয়ান মাহমুদুর রহমান সুমন করোনা রোগীর নমুনা সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন।

নমুনা সংগ্রহ করতে গিয়ে সুমন নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হন। তার গ্রামের বড়ি সাতক্ষীরার সদর উপজেলার রাজনগর গ্রামে। প্রশাসন তার গ্রামের বাড়ি ও সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ায় অবস্থিত ভাড়া বাড়ি লকডাউন করে দেয় ।

প্রথম করোনা জয়ী মাহমুদুর রহমান সুমনের সুস্থতার খবর পেয়ে আজ শুক্রবার সকালে তার ভাড়া বাড়িতে ছুটে যান সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ।

জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে অভিনন্দিত করা হয়েছে। শুরু থেকেই জেলা পুলিশ তাকে আন্তরিক সহযোগিতা করে আসছিলো ।

তার বাড়ির লকডাউন তুলে নেয়া হয়েছে । পরপর দুটি নেগেটিভ রিপোর্ট আসায় তাকে করোনা মুক্ত ঘোষণা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন