হোম অন্যান্যলিড নিউজ সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে এক কৃষকের লাশ উদ্ধার

সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে এক কৃষকের লাশ উদ্ধার

কর্তৃক
০ মন্তব্য 121 ভিউজ

আসাদুজ্জামান/কিশোর কুমার :

সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে দুলাল চন্দ্র ঘোষ নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তালা উপজেলার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের ঝড়গাছা গ্রামের মুকুন্দ ঘোষের বেলতলা থেকে উক্ত লাশটি উদ্ধার করা হয়।
নিহত দুলাল চন্দ্র ঘোষ(৫০) ঝড়গাছা গ্রামের পদ্ম চন্দ্র ঘোষের ছেলে।

পাটকেলঘাটার ধানদিয়া ইউপি সদস্য বিশ্বজিৎ ঘোষসহ নিহতের স্বজনরা জানান, সকালে ঝড়গাছা গ্রামের মুকুন্দ ঘোষের বেলতলায় কৃষক দুলাল ঘোষের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন। তারা জানান, নিহত দুলাল ঘোষের মাথা ও মুখমন্ডল থেতলানো এবং গলায় কাটার চিহ্ন রয়েছে। তারা আরো জানান, গত বছর একই স্থানে গোপাল ঘোষ নামের আরও এক ব্যক্তি খুন হন।

পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, দুলাল চন্দ্র ঘোষকে রাতের কোন এক সময় পিটিয়ে ও শ্বাসরোধ রোধ হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে,হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন