হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার পাটকেলঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে দূর্বত্তদের ছোড়া গুলিতে দুই মৎস্য ঘের মালিকসহ আহত-৪

সাতক্ষীরার পাটকেলঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে দূর্বত্তদের ছোড়া গুলিতে দুই মৎস্য ঘের মালিকসহ আহত-৪

কর্তৃক Editor
০ মন্তব্য 104 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার পাটকেলঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে দূর্বত্তদের ছোড়া গুলিতে ও নির্যাতনে দুই মৎসঘের মালিকসহ ৪ জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার ভোর রাত দেড়টার দিকে পাটকেলঘাটা থানার হরিণখোলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, পাটকেলঘাটা থানার হরিণখোলা গ্রামের অভিরাম মন্ডলের ছেলে ঘের মালিক অলঙ্গ মন্ডল (৬১), তার ভাই জগদীশ মন্ডল (৪৫), ঘেরের কর্মচারী বীরেন্দ্রনাথ মন্ডলের ছেলে বিশ্বনাথ মন্ডল (৫৩) ও আসাননগর গ্রামের নারদ মুন্ডার ছেলে শ্রীপদ মুন্ডা (৩০)।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ঘের মালিক অলঙ্গ মন্ডল জানান, হরিণখোলা বিলে ১০০ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে তারা চিংড়ি ঘের পরিচালনা করে আসছেন। এর মধ্যে চার বিঘা সরকারি খাস জমির হারির টাকা হরিণখোলা গ্রামের কার্তিক মন্ডলকে না দিয়ে জমির মালিক দাবিদার স্বপন মন্ডলকে দেওয়ায় ২০২২ সাল থেকে তাদের সঙ্গে কার্তিক মন্ডলের বিরোধ চলে আসছিলো। এ ছাড়া পাঁচ শতক জমি নিয়ে তাদের কাকাতো ভাই শিব শেখরের সঙ্গেও বিরোধ চলে আসছিল।

এ নিয়ে শালিসি বৈঠকও হয়েছে কয়েকবার। রয়েছে আদালতে মামলাও। এরই জের ধরে রাত সাড়ে ১২টার দিকে তাদের ঘের কর্মচারি বিশ্বনাথ মন্ডল ও শ্রীপদ মুন্ডাকে ঘেরের বাসা থেকে মুখোশধারী ৭/৮ জন সশস্ত্র সন্ত্রাসী দূর্বত্তরা ডেকে তুলে মারপিট করে নির্যাতনের পর তাদের বাড়ির সামনে আনা হয়। এরপর সোমবার ভোর রাত দেড়টার দিকে তাকে ও তার ভাই জগদীশকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে তাদের বুকে সট গান দিয়ে গুলি করার চেষ্টা করলে তারা সট গান ধরে ফেলেন। একপর্যায়ে তার দুই উরুতে ও তার ভাই জগদীশের ডান উরুতে গুলিবিদ্ধ হয়। রাত সাড়ে তিনটার দিকে স্থানীয়রা তাদের দুই ভাই ও দুই ঘের কর্মচারিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মাহফুজুর রহমান ও অর্থোপেডিকস সার্জন ডাঃ হাফিজুল্লাহ জানান, অলঙ্গ মন্ডলের দুই উরুতে ও জগদীশ মন্ডলের ডান উরুতে গুলি লেগে বিপরীত দিক থেকে বেরিয়ে গেছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, মৎস্য ঘেরের জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। তবে গুলির ঘটনাটি ঠিক নয় বলে দাবি কর তিনি আরো বলেন, লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন