হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান

নিজস্ব প্রতিনিধি :

এস বি’র বিশেষ পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে সাতক্ষীরা জেলায় পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। একই আদেশে পুলিশ সুপার পদমর্যাদার অনেককেই রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র থেকে এ খবর পাওয়া গেছে। সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর বাড়ি ঝিনাইদহ জেলায়। ২০১৩-১৪ সালে তিনি সাতক্ষীরা সদর সার্কেলের এ.এসপি পদে দায়িত্ব পালন করেছেন।

২০১৩-১৪ সালে সাতক্ষীরা জেলা ছিল এক প্রকার দেশ থেকে বিচ্ছিন্ন। জামাত ইসলামের নাশকতায় সাতক্ষীরার জনজীবন স্থবির হয়ে পড়েছিল। পরিস্থিতি সামাল দিতে চৌধুরী মঞ্জুরুল কবীরকে সাতক্ষীরার পুলিশ সুপার পদে বদলী করা হয়েছিল। কিন্তু তৎকালীন সময়ে সাতক্ষীরা সদর সার্কেলের এএসপি কাজী মনিরুজ্জামান আইনশৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে বিরোচিত ভূমিকা রেখেছিলেন। প্রায় এক দশক পর তিনি সাতক্ষীরা পুলিশ সুপার পদে বদলি হওয়ায় জামায়েত ইসলামীর নাশকতা কারীদের মাঝে কিছুটা হলেও ভীতির সঞ্চার হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন