নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার দৈনিক পত্রদূত সম্পাদক, সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা শহীদ সম আলাউদ্দিনের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৯৯৬ সালের ১৯ শে জুন দৈনিক পত্রদূত অফিসে কর্মরত অবস্থায় সন্ত্রাসীরা
তাকে গুলি করে হত্যা করে।
দিবসটি উপলক্ষে সকাল থেকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার মিঠাবাড়ী গ্রামে চিরনিদ্রায় শায়িত স. ম আলাউদ্দিনের কবরে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, তালা-কলারোয়ার সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, মরহুম স.ম আলাউদ্দীন তনয়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জিএম মনিরুল ইসলাম মিনি, জেলা আওয়ামী লীগ, সাতক্ষীরা সাংবাদিক সমাজ, পাটকেলঘাটা প্রেসক্লাব, জেলা জার্নালিস্ট এসোসিয়েশন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে কোনআন খানী, দোয়া অনুষ্ঠান, আলোচনা সভার আয়োজন করা হয়।