নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে শিশু পুষ্টি ও নারীর ক্ষমতায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ৫টি গ্রামকে বাল্য বিবাহ মুক্ত গ্রাম ঘোষণা করা হয়েছে। সুশীল সমাজ সংগঠন এবং গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে রবিবার দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি।
দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিতে সভায় আরো বক্তব্য রাখেন, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার, উপজেলা ভাইসচেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডাইরেক্টর-কোস্টাল এন্ড রিভার বেসিন ক্লাস্টার রাজু রোজারিও প্রমুখ।
সভায় প্রধান অতিথি সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হক দেবহাটা উপজেলার ৫টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করেন। সেখানে গ্রামের মানুষ প্রতিজ্ঞা করেন যে তারা তাদের ছেলেদের ২১ বছরের নিচে এবং মেয়েদের ১৮ বছরের নিচে কোন বিয়ে দেবেন না। বিষয়টি এলাকার মানুষের মাঝে গণজাগরনের সৃষ্টি হয়েছে।