নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় রাস্তা সংস্কারের কাজে ব্যবহারিত বালি ও মাটি রাস্তার ধারে ফেলে রেখে যান চলাচলালে বিঘ্ন ঘটানোসহ সড়ক দূর্ঘটনায় প্রাণহানির মতো ঘটনা ঘটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ঠিকাদারী প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার ত্রিশমাইল এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা যায়, সড়কের উপর বালি রেখে যান চলাচলের অনুপযোগী পরিবেশ সৃষ্টি করায় ঠিকাদারী প্রতিষ্ঠান এস্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ত্রিশমাইল শাখার দায়িত্বে থাকা হাসানুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সাতক্ষীরা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, এলজিইডি সাতক্ষীরার উপ- বিভাগীয় প্রকৌশলী জিয়া উদ্দিনসহ অন্যান্যরা।
উল্লেখ্য : সোমবার রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইলের ওই স্থানেই মটর সাইকেলের চাকা পিছলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাতক্ষীরার উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিলকন্ঠ সরকার (৪৫) নিহত হন। এরপর আজ দুপুরে যান চলাচলালে অনুপযোগী পরিবেশ সৃষ্টি ও সড়ক দূর্ঘটনা রোধে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।