হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার তালায় সদ্য নবজাতক শিশু  উদ্ধার

সাতক্ষীরার তালায় সদ্য নবজাতক শিশু  উদ্ধার

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ
সংকল্প ডেস্ক:
সাতক্ষীরার তালা উপজেলার পল্লীর এক খড় গাদা থেকে  সদ্য নবজাতক শিশুকন্যা উদ্ধার করা হয়েছে। এখন পর্যান্ত নবজাতক শিশুটি যে কার তা নিয়ে চলছে এলাকায় গুজ্ঞন। শুক্রবার রাতে উপজেলার সুজন শাহ গ্রামের মাহাবুবুর রহমানের বাড়ির পাশের খড় গাদা থেকে শিশুটি উদ্ধার করা হয়। বর্তমানে ওই বাড়িতে শিশুটি সুস্থ এবং কন্যার আদরে রয়েছে বলে জানা গেছে।
ইসলামকাটি ইউনিয়নের  ৬নং ওয়ার্ড  ইউপি সদস্য মো খোশরুল আলম  জানান, শুক্রবার রাতে কে বা কারা মাহাবুর রহমানের বাড়ির পাশে কে বা কারা  শিশুটিকে বিচুলির গাদার উপর রেখে  চলে যায়। এশার নামাজের পরে  ফুটফুটে নবজাতক  কন্যা শিশুটি কাঁদাতে দেখে ওই পরিবারের লোকজন তাকে  উদ্ধার করে । বর্তমানে শিশুটি মাহাবুর রহমানের বড় ছেলে শেখ মোস্তাফার কাছে রয়েছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল জানান, শিশুটি বর্তমানে শেখ মোস্তাফা নামে এক ব্যাক্তির কাছে রয়েছে। তারাই বর্তমানে দেখভাল করছে। যিনি দর্তক নিতে চান তাকে  আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শিশুটি হস্তান্তর করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন