চন্দন চৌধুরী, বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরায় ডাম্পার ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার(২৬ অক্টোবর) দুপুর ২টায় তালা উপজেলার সুভাষিনী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই মোটরসাইকেল আরোহীর নাম শেখ মেহেদী রেজা(২৮)। সে দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের শেখ মোস্তাক আলীর পুত্র বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মেহেদী রেজা মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় সে পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।