হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার তালায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার সালাম সরদার নিহত

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার তালা উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার সালাম সরদার নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে তালা উপজেলার মদনপুর সতীরবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সালাম সরদার (৪০) পাটকেলঘাটা থানার যুগিপুকরিয়া গ্রামের মৃত্যু আব্দুর রহিম সরদারের ছেলে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাক পথিমধ্যে তালা উপজেলার মদনপুর সতীরবাড়ি এলাকায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে মারা যান ট্রাক হেলপার সালাম সরদার।

চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন