কিশোর কুমার :
সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালীতে জমি জাগা সংক্রান্ত বিরোধে ৪ জন আহত হয়েছে। আহতরা হল, খলিষখালী গ্রামের মৃত গোপাল শেখের পুত্র জমাদ্দার শেখ (৫৬), মেহেরুন্নেছা বেগম(৪৮) পুত্র মনিরুল ইসলাম(২৮), ও পুত্রবধু সেলিনা বেগম (২০)।
সরজমিনে গেলে স্থানীয়রা জানায়, খলিষখালীর ইমান আলী গাজীর পুত্র বাবু গাজী(২৪) ও মৃত জহর মোড়লের পুত্র নরিম মোড়লের (৩৮) একই এলাকার জমাদ্দার শেখের সাথে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিবাদ চলে আসছিল। এরই জের ধরে গত ১৯ এপ্রিল দুপুর ২টার সময় হঠাৎ মালেক মোড়লের পুত্র সাত্তার মোড়ল(২৩) রাজ্জাক মোড়ল (২০), মৃত জহর আলী মোড়লের পুত্র নরিম মোড়ল(৩৮),ও মিলন মোড়ল স্ত্রী খুকুমণি বেগম (২১)ও আজ্ঞাত ২জন আকস্মিক হামলা চালায় । এতে জমাদার শেখ সহ তার পরিবারের লোকজন গুরুত্ব আহত হয়। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখান চিকিৎসকরা খুলনা মেডিকেলে হস্তান্তর করেন। বর্তমানে তারা এখন পাটকেলঘাটার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৩এপ্রিল) জমাদ্দার শেখের পুত্র মনিরুল শেখ বাদী পাটকেলঘাটা থানায় ৬ জনের নামে একটি এজাহার দাখিল করে। মনিরুল শেখ জানায়, খলিষখালীর একটি প্রভাবশালী মহল আমাদের মামলাটি ধামাচাপা দিতে বিভিন্ন জায়গায় দৌড় ঝাপ শুরু করেছে। ইতিমধ্যে তারা মীমাংসার জন্যে আমাদের বার বার চাপ দিচ্ছে।
বিষয়টি নিয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্য কাজী ওয়াহিদ মুর্শেদের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টা নিয়ে এখনও তদন্ত চলছে।তদন্ত শেষে বাকি ব্যবস্থা গ্রহণ করা হবে।