হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার তালায় মাদকদ্রব্যসহ এক মাদক কারবারী আটক

সাতক্ষীরার তালায় মাদকদ্রব্যসহ এক মাদক কারবারী আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় র‌্যাবের অভিযানে ৭০ বোতল নেশাজাতীয় উইনকোরেক্স সিরাপসহ শংকর মন্ডল নামের এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ভোর রাতে উপজেলার বলরামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
শংকর মন্ডল (৩৫) উপজেলার ইসলামকাটি ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা।
র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প সূত্রে জানা গেছে, তালা উপজেলার বলরামপুর এলাকায় একটি মাদককারবারী টক্র মাদক বেচা কেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে সন্দেহভাজন শংকর মন্ডলকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার পরিহিত বডি ব্যাগ ও তারব্যবহৃত মোটরসাইকেল থেকে মোট ৭০ বোতল নেশাজাতীয় উইনকোরেক্স সিরাপ (মাদকদ্রব্য) উদ্ধার করা হয়। এসময় জব্দ করা তার মোটরসাইকেলটিও।
এ ব্যাপারে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শদিুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত শংকর মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন