কলারোয়া ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাসস্টান্ড সংলগ্ন মহাসড়কে এক মালবাহী ট্রাকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ দূর্ঘটনায় হতাহত বা বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয়রা জানায়, শুক্রবার(৮জানুয়ারী) বেলা ১২ টার দিকে মালবাহী ট্রাকটি( ঢাকা মেট্রো-চ ২০৮২১৯) ঢাকা থেকে সাতক্ষীর অভিমুখে আসার সময় ঝাউডাঙ্গা বাসস্টান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে আকস্মিকভাবে আগুন লেগে দাউ দাউ জ্বলতে থাকে। এ সময় ট্রাকের চালক দীপংকর বুদ্ধিমত্তার সাথে দ্রুতগতিতে ট্রাক চালিয়ে পার্শ্ববর্তী সার্ভিসিং সেন্টারে নিয়ে নিরাপদ স্থানে রাখে।
বিষয়টি স্থানীয়রা জানতে পেরে ঘটনা স্থলে এসে সার্ভিসিং সেন্টারের মটরসহ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে পানি ছিটিয়ে দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তাৎক্ষনিক দূর্ঘটনার সংবাদ পেয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, দূর্ঘটনায় কবলিত ট্রাকে বহনকারি কর্কশীটের ক্ষতি হলেও হতাহত বা বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে চলন্ত ট্রাকে হঠাৎ করে কি কারনে আগুন লাগলো সেটি এখনও জানা যায়নি।
s