হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার কালিগঞ্জের সীমান্ত নদী কালিন্দীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জের সীমান্ত নদী কালিন্দীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলের মরদেহ উদ্ধার

কর্তৃক Editor
০ মন্তব্য 116 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জের সীমান্ত নদী কালিন্দীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত মঙ্গলবার সকালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। মৃত ওই জেলের নাম ফজলু গাজী (৬৮)। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের মৃত ফকির গাজীর ছেলে।

কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম জানান, নিখোঁজ জেলে ফজলু গাজীর মরদেহ নদীতে ভেসে ডাঙার কাছে চলে আসে। স্থানীয়রা তা দেখা মাত্রই উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসান হাফিজুল হক জানান, মরদেহটি কালিগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে ওই জেলের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করেছে।

কালিগঞ্জ থানার ওসি হালিমুর রহমান বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহাটর দাফন সম্পন্ন হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন