নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জের ধলবাড়ীয়া ইউনিয়নের প্রমাণিত দুর্নীতিবাজ গাজী শওকত হোসেনের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।
ধলবাড়িয়া ইউনিয়ন আ’লীগ বীরমুক্তিযোদ্ধা ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযুদ্ধা নুর ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাপস মন্ডল, যুবলীগের সভাপতি আমিনুর রহমান, পূজা পরিষদের সভাপতি বিশ্বজিৎ ঘোরামী। ওয়ার্ড আ’লীগের সভাপতি রমজান গাজী, আবু বককার গাইন, বীর মুক্তিযোদ্ধা মন্তাজ আলী শেখ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন আগামী ৭২ ঘণ্টায় মধ্য যদি রাজাকারপুত্র, প্রমাণিত দুর্নীতিবাজ গাজী শওকত হোসেনের মনোনয়ন বাতিল না করা হয় তাহলে ইউনিয়ন আ’লীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মীকেরা পদ থেকে পদত্যাগ করবেন ও গনঅনশনের বসনেন বলে হুশিয়ারি দেন।