নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কাকডাঙা সীমান্তে বিজিবি’র অভিযানে ০২ বোতল ভারতীয় এলএসডি মাদকসহ নজরুলইসলাম (৪৭) নামের এক ব্যক্তি আটক হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে গেড়াখালীএলাকায় এ আটকের ঘটনা ঘটে।
আটককৃত নজরুল ইসলাম কলারোয়া থানার গেড়াখালি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
সাতক্ষীরা ৩৩বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, কাকডাঙা সীমান্তেভারত থেকে লিস্যারজিকএসিডডাইথ্যলামাইড (এলএসডি) মাদক বাংলাদেশে পাচার হচ্ছে,এমন সংবাদে অভিযান চালান কাকডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারি।
অভিযানে ০২ বোতল এলএসডি মাদকসহ আটক হন নজরুল ইসলাম। পরে মামলা দিয়ে জব্দকৃত মাদক সহ নজরুল ইসলামকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।