হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ১৮ পিস স্বর্ণের বারসহ এক চোরকারবারী আটক

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ১৮ পিস স্বর্ণের বারসহ এক চোরকারবারী আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 121 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ২ কেজি ১৪০ গ্রাম ওজনের ১৮ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার বিকালে উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক স্বর্ণ চোরাকারবারীর নাম হাসান আলী (৪২)। তিনি যশোর জেলার কেশবপুর থানার চাঁদড়া গ্রামের মৃত কফিলউদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধ পথে স্বর্ণের একটি বড়চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির হাবিলদার নূরে আলমের নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১৮ পিস স্বর্ণের বার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল সেটসহ চোরাকারবারী হাসান আলীকে হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২ কেজি ১৪০ গ্রাম।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত স্বর্ন চোরাকারবারী হাসান আলীর বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের বারের বাজার মূল্য ১ কোটি ২৮ লাখ টাকা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন