নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মেঝ ভাইয়ের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন বড় ভাই। শনিবার সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে ঘাতক ছোট ভাই আশরাফসহ ৩ জনকে আটক করেছে।আটককৃতরা হলেন, বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলীর পুত্র ঘাতক আশরাফ হোসেন ও সোহরাব হোসেন এবং সোহরাবের স্ত্রী সাইমা খাতুন।
নিহত মোশাররফ হোসেন (৪০) অভিযুক্ত আশরাফ ও সেহারাবের আপন মেঝ ভাই এবং গুরুতর আহত আবুল হোসেন (৫০) তাদের বড় ভাই। আহত আবুল হোসেন বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে বাড়ির পাশের সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র ছোট ভাই আশারাফ ও সোহরাবের সাথে মেঝ ভাই মোশারফের তুমুল বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে আশারাফ ধারালো ছুরি দিয়ে মেঝ ভাই মোশাররফ হোসেনকে আঘাত করে। এসময় তাকে রক্ষায় বড় ভাই আবুল হোসেন এগিয়ে আসলে তাকেও তারা দুই জন মিলে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে মেঝ ভাই মোশাররফ হোসেন মারা যান। এদিকে, আহত বড় ভাই আবুল হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইতিমধ্যে মূল অভিযুক্ত আশরাফসহ ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তিনি আরো জানান, এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।