নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় প্রেমিকযুগল হত্যাকান্ডের ঘটনায় পুলিশ নিহত প্রেমিকার স্বামী ও দেবরসহ দুই জনকে আটক করেছে। সোমবার দুপুরে কলারোয়া পৗর সদরের শ্রীপতিপুর গ্রাম থেকে তাদের আটক হয়। এ সময় জ¦দ করা হয় এ হত্যাকান্ডে ব্যবহৃত রডসহ আলামত৷
আটককৃতরা হলেন, নিহত ফাতেমা বেগমের স্বামী বাক প্রতিবন্ধী শেখ আহসান ওরফে হাসান ও তার আপন ছোট ভাই শেখ আসাদ ৷
পুলিশ জানায়, নিহত ফাতেমা বেগমের সাথে দীর্ঘদিনের পরকীয়া সম্পর্কে ছিল শ্যামনগর উপজেলার ধুমঘাট এলাকার জয়নাল পাড়ের ছেলে নিহত করিম পাড়ের সাথে৷ এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বেশকিছু দিন ধরে বিবাদ চলে আসছিল।
একপর্যায়ে রবিবার রাতে নিহত ফাতেমার শ্বশুরবাড়ির পরিত্যক্ত এক কক্ষে আপত্তিকর অবস্থায় তাদের দুজনকে দেখেন তার স্বামী৷ এরপর ফাতেমার বাক প্রতিবন্ধী স্বামী আহসান তার ছোট ভাই আসাদের সহযোগিতায় তাদের দুজনকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে৷
পরে নিহত ফাতেমার গায়ে ব্যবহৃত কালো রঙের ওড়না ও গামছা দিয়ে গলায় বেঁধে প্রেমিক যুগলকে আম গাছের ডালে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার নাটক সাজায় ৷
সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহত করিমপাড়ের বাবা জয়নাল পাড় বাদী হয়ে রাতে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ মামলার উক্ত দুই প্রধান আসামিকে আটক করা হয়৷ তিনি আেেরা জানান, আটককৃতদের এই হত্যা মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে৷
s