হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার কলারোয়ায় জনতা ব্যাংকের উদ্যোগে ২৩০জন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়ায় পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে সমাজের সুবিধা বি ত অসহায় দারিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। জনতা ব্যাংক লিমিটেডের আয়োজন শুক্রবার সকালে কলারোয়া উপজেলার কামারালী ফুটবল মাঠে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

প্রফেসর আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে ভার্চুয়ালী যুক্ত থেকে খাদ্য বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন, জনতা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া শাখার প্রধান উপ-মহাব্যবস্থাপক আব্দুর সালাম, যুগীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান, জনতা ব্যাংকের এ জি এম রোকনুজ্জামান, এস পি ও রাধা কান্ত ঘোষ, এস পিও শেখ বেনজির আহম্মদ, পি ও মাগফুর রহমান, আফতাবুজ্জামান, কারিমুছ শাহাদাত, আইটি অফিসার উজ্জ্বল কুমার সরদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জনতা ব্যাংক আগরদাড়ি শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান।

এ সময় কলারোয়া উপজেলার যুগীখালী ইউনিয়নের ২৩০টি দুঃস্থ্য অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, আটাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন