নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় উন্নত ও নিরাপদ সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দেশের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা আশা’র নিজস্ব অর্থায়নে সোমবার সকাল ১০ টায় কলারোয়া উপজেলা উন্নয়ন পরিষদ প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাস।
কলারোয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউল হকের পরিচালনায় ও সংস্থাটির সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, একই সংস্থার সিনিয়র আ লিক ব্যবস্থাপক আলি আহমেদ মিয়া, শাখা ব্যবস্থাপক শেখ মুন্নাফ ও সহকারী শাখা ব্যবস্থাপক দিবাকর দাস প্রমুখ।
প্রশিক্ষণ পরবর্তী অনুষ্ঠান থেকে জানানো হয়, উক্ত প্রশিক্ষণে অংশগ্রহনকারী ৩০ জন কৃষক উন্নত ও নিরাপদ পদ্ধিতে সবজি চাষ করতে সক্ষম হবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন।
উল্লেখ্য: আশা ঋণ কার্যক্রমের পাশাপাশি প্রতিনিয়ত বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন।