হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার কলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী হাবিবের

সাতক্ষীরার কলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী হাবিবের

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা-১ (তালা+কলারোয়া) আসনের বিএনপি মনোনীত ধানেরশীষের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেন, আগামীতে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় এবং আল্লাহতায়ালা যদি আমাকে আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত করেন, তাহলে এই কলারোয়াতে একটি মিনি স্টেডিয়াম, একটি বাইপাস সড়ক, অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন এবং যেহেতু সীমান্তবর্তী এই অঞ্চলের মাদক নির্মূলে সর্বোচ্চ চেষ্টা করবো।
শুক্রবার বিকেলে কলারোয়া উপজেলার সিংগা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নমধ্যবিত্ত শ্রেণীর ফ্যামিলিতে নারী প্রধানকে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে এবং কৃষি ভাতা দেয়া হবে।
কেরালকাতা ইউনিয়নে বিএনপির আয়োজনে স্থানীয় বিএনপির সভাপতি মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও কলারোয় উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু, বিএনপি নেতা শহিদুল ইসলাম, কলারোয়া উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ। জনসভায় বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারন ভোটাররা উপস্থিত ছিলেন। সভাস্থলে দলীয় পতাকা, ব্যানার ও শ্লোগানে শ্লোগানে এসময় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন