হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরতে গিয়ে আর বাড়িতে ফেরা হলো না কিশোর নয়নের

সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরতে গিয়ে আর বাড়িতে ফেরা হলো না কিশোর নয়নের

কর্তৃক Editor
০ মন্তব্য 55 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় ভগ্নিপতির সাথে মাছ ধরতে গিয়ে আর বাড়িতে ফেরা হলো না কিশোর নয়নের। শনিবার দুপুরে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

নয়ন হোসেন (১৫) কেরালকাতা ইউনিয়নের সাতপোতা গ্রামের রুবেল হোসেনের ছেলে।

নিহত নয়নের ফুফাতো ভগ্নিপতি শহিদ হোসেন জানান, নির্মানাধীন জলাবদ্ধ ভবনের মধ্যে নয়নসহ কিছু ছেলেরা মিলে ডুব দিয়ে মাছ ধরছিলাম। মাছ ধরার জন্য নয়ন ডুব দিলে অনেক সময় অতিবাহিত হলেও সে আর উঠছিল না। এসময় কয়েকজন মিলে পানির নিচে ওই ভবনের বীমে আটকা পড়া অবস্থায় তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক সুজন কুমার দাস বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পানিতে ডুবেই তার মৃত্য হয়েছে।

কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম খান জানান, পানিতে ডুবে একটি ছেলের মৃত্যু হয়েছে মর্মে আমরা জানতে পেরেছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন