হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার আশাশুনির ভাঙন কবলিত বেড়ীবাঁধ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন

সাতক্ষীরার আশাশুনির ভাঙন কবলিত বেড়ীবাঁধ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন

কর্তৃক Editor
০ মন্তব্য 46 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনি উপজেলার মানিকখালী ও বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের মরিচ্চাপ নদীর বেড়ীবাঁধ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে ও বিকালে ভাঙ্গন কবলিত বাঁধ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন ও পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান।

জানা যায়, মানিকখালী চরের প্রটেকশান বাঁধ ভেঙ্গে চরের বাসিন্দাদের মৎস্য ঘের, পুকুর, বসতবাড়ি নিমজ্জিত হয়েছে। নদী খনন কাজ শুরুর পর চর এলাকায় কাজ বন্দ করে রাখা হয়। ম্যাপ অনুযায়ী খননকাজ করার দাবীতে এবং এলাকা রক্ষার্থে সুরক্ষা বাঁধের দাবীতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে এলাকাবাসী। সরকারি ও পাউবোর উর্দ্ধতন কর্মকর্তা এলাকা পরিদর্শন ও বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করেন। কিন্তু খনন কাজে নিয়ম মাফিক কাজ শুরু না করা, প্রটেকশান ব্যবস্থা না নেওয়ায় মধ্যম চাপড়ায় বাঁধে ভাঙ্গন, মানিকখালী চরে বাঁধ ভেঙ্গে মৎস্য ঘের, পুকুর ও ঘরবাড়ি নিমজ্জিত হয়। ভাঙন দেখা দেয় বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের মরিচ্চাপ নদীর বেড়ী বাঁধও।

এদিকে, আজ দুপুরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন, পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান ও আশাশুনির সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। পরিদর্শনকালে চর রক্ষায় প্রতিরক্ষা বাঁধ নির্মানসহ বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান তারা। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আকাশ হোসেনও উপস্থিত ছিলেন।

এদিকে, বিকালে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় ও উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান গোয়ালডাঙ্গা বাজারের ভাঙন স্থান পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান বলেন, এটি পাউবোর রাস্তা না। এ রাস্তাটি নদী খননকৃত মাটির। তবুও এটি নদী রক্ষা বাঁধ। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জরুরিভাবে জিও ব্যাগ দিয়ে ভাঙন আটকানোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন