নিজস্ব প্রতিনিধি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীর বেঁড়িবাধ ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বোলা সাড়ে ১১ টার দিকে আনুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে ৩’শ মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী ও আক্তারুল ইসলাম।
ত্রাণ কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করেন, বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব ডাঃ মোঃ শহিদুল আলম ও দেবহাটা উপজেলা বিএনপি নেতা মহিউদ্দিন সিদ্দিকী।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য স.ম হেদায়েতুল ইসলাম, মহিউদ্দিন সিদ্দিকী, আসাফুর রহমান তুহিন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা রুহুল কুদ্দুস, বিএনপি নেতা মশিউর হুদা তুহিন, জাকির হোসেন বাবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ত্রান সামগ্রীর মধ্যে প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার বিশুদ্ধ পানি, ২ কেজি আলু, ৫০০ গ্রাম পেঁয়াজ। এসময় ২০০ জন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী এবং ১০০ জন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ ২৭ হাজার টাকা বিতরণ করা হয়।